ভয়াবহ আগুনের ১১ দিন পর ক্ষতিগ্রস্ত হওয়া সচিবালয়ের ৭ নম্বর ভবন আংশিক খুলে দেওয়া হয়েছে। তবে ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত এখনও বন্ধ রয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে পুড়ে যাওয়া ভবনের চারটি ফ্লোর বাদে (ষষ্ঠ থেকে নবম) বাকি পাঁচটি ফ্লোরে কর্মকর্তা-কর্মচারীরা অফিস শুরু করেছেন।
আগুনের ঘটনার পর থেকেই সচিবালয়ে প্রবেশে ছিলো কঠোর বিধিনিষেধ। উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো। তবে রোববার থেকে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনের ফ্লোরগুলোতে সবাই প্রবেশ করতে পারলেও ভবনের পঞ্চম তলার ওপরে, যেখানে গণপূর্ত বিভাগের কাজ চলছে, সেখানে তাদের কর্মকর্তাদের ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
গণপূর্ত সচিব আবদুল হামিদ খান জানান, আজকে থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে ভবনের নীচের পাঁচ তলায়। আগুন লাগা চারটি ফ্লোরের মেরামতের কাজ চলছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আগুন লাগা চারটি তলায় কাজ শুরু করা যাবে।
এদিকে এখনও লিফট চালু হয়নি ভনবটিতে। পানি সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে।
এর আগে গেলো ২৫ ডিসেম্বর রাতের বেলায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভবনের চারটি তলা সম্পূর্ণ পুড়ে যায়।
পুড়ে যাওয়া ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস ছিলো।