নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব আশু বাস্তবায়নে নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইসিকে যে চিঠি দেয়া হয়েছিলো তার উত্তর নির্বাচন কমিশন (ইসি) ৩০ এপ্রিল দিবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এর আগে সংস্কার কমিশনের সুপারিশের উপর ইসির মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছিলো মন্ত্রীপরিষদ বিভাগ।
এর মধ্যে রয়েছে, আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া।
এদিকে নির্বাচনী সরঞ্জামের বিষয়ে বিজি প্রেসের সাথে আজ সকালে বৈঠক করেছে নির্বাচন কমিশন।