ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে রাজধানীর হাটগুলোতে বেড়েছে পশু বিক্রি। তবে গরু কিনে বাসা পর্যন্ত নিতে বরাবরের মতোই পড়তে হচ্ছে বিড়ম্বনায়। যদিও এ বিড়ম্বনায় এবার যুক্ত হয়েছে ঈদের আনন্দ।
পশু পরিবহনের বিড়ম্বনা কাটাতে সিঙ্গারের মতো কিছু প্রতিষ্ঠান কোরবানির গরু বাড়িতে পৌঁছে দেয়ার অফার দিচ্ছে। তবে পিকআপ ভ্যান নিয়ে সিন্ডিকেটের অভিযোগ করলেন ক্রেতারা।
সরেজমিনে ঢাকার গাবতলীর পশুর হাট ঘুরে দেখা যায়, পশু কেনার পর গরুর মেজাজি মন সামলাতে কেউ কেউ হিমশিম খাচ্ছেন। কেউ আবার কাঙিক্ষত পরিবহন জোগাড় করতেই হচ্ছেন নাকাল। অনেকের আবার এতেই আনন্দ।
পশুর হাটের বাইরে দেখা যায় সারিবদ্ধ পিকআপ ভ্যান। তবে কোনো নজরদারি বা কারও নিয়ন্ত্রণ না থাকায় তারা ভাড়া হাঁকছেন ইচ্ছেমতো। এ অবস্থায় পশু পরিবহনে সুশৃঙ্খল ব্যবস্থার দাবি ক্রেতাদের।
পরিবহনের এ বিড়ম্বনা দূর করতে এবার হাটে দেখা মিলেছে সিঙ্গারের মতো কিছু প্রতিষ্ঠানের। সিঙ্গারের পণ্য কিনতে মাত্র দুই হাজার টাকা বুকিং দিলেই বিনামূল্যে কোরবানির পশু বাসায় পৌঁছে দেয়ার এই অফার নিচ্ছেন অনেকে।
সিঙ্গারের ব্যাঞ্চ ম্যানেজার মুজাম্মেল হোসেন জানান, শুধু পশু পরিবহন নয়, সিঙ্গার বেকোর এ অফারে মিলে যেতে পারে হাউসফুল সল্যুশনও।
আগামী ঈদগুলোতে হাট ঘিরে পশু পরিবহনের ভোগান্তি কাটাতে সিটি কর্পোরেশনগুলোতে আলাদা ব্যবস্থা প্রত্যাশা করছেন ক্রেতারা।