পুলিশের অনুমতি না পাওয়ায় শুক্রবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে। তবে পরে সমাবেশটি কবে হতে তা জানানো হয়নি।
সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার বিকেল তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। তাই পূর্ব নির্ধারিত সমাবেশটি আপাতত হচ্ছে না। সমাবেশে তারিখ পরে জানানো হবে।
আগামী ২৬ এপ্রিল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। গত ২০ এপ্রিল এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দেয় দলটি। এরই মধ্যে বিএনপির ২৬ এপ্রিলের সমাবেশের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়ায়।
পরে সোমবার দলটির পক্ষ থেকে জানানো হয়, গরমে সতর্কতামূলক ‘হিট অ্যালার্টের’ সময় বাড়ানোর কারণে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাপদাহ সহনীয় পর্যায়ে এলে সমাবেশ ও মিছিল কর্মসূচির পরবর্তী তারিখ জানানো হবে।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশের ঘোষণার পর একই দিন রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। তবে পুলিশের অনুমতি না পেয়ে তা ভেস্তে যায়।
দুই দলের এমন কর্মসূচি ঘোষনার মধ্য দিয়ে গত বছরের ২৮ অক্টোবরের পর আবারও রাজপথে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। ২৮ অক্টোবর সবশেষ ঢাকায় বড় কর্মসূচি পালন করে বিএনপি। ওইদিন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় তারা। নজিরবিহীন অরাজকতা এবং জ্বালাও-পোড়াওয়ে নিহত হন এক পুলিশ সদস্য। গুরুতর আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
আক্রান্ত হয় প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ হাসপাতালসহ বেশকিছু স্থাপনা। এসব ঘটনায় করা মামলায় দলের মহসাচিবসহ শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই গ্রেপ্তার হন তখন। এর মধ্যে সাত জানুয়ারি বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পরে এই প্রথম সমাববেশের ডাক দেয় বিএনপি। পরে গরমের কারণ দেখিয়ে আপাতত স্থগিত করে দলটি।