বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
রোববার (১৮ মে) সন্ধ্যা সাতটা ২২ মিনিটে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন অলি আহমদ, বের হন সাড়ে আটটায়।
অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক জানান, তাদের মধ্যে ৪৫ মিনিট সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। এসময় এলডিপিপ্রধান খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে পাঁচ জানুয়ারি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অলি আহমদ। সেসময় তাদের মধ্যে প্রায় আধা ঘণ্টা আলোচনা হয়েছিল।
এদিকে ফিরোজ থেকে বের হয়ে অলি আহমদ সাংবাদিকদের বলেন, বিভিন্ন যৌক্তিক-অযৌক্তিক দাবিতে রাজধানীতে অচলাবস্থার বিষয় বিএনপি চেয়ারপারসকে জানিয়েছেন তিনি।
নানা দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবরোধ করায় জনভোগান্তি বাড়ছে জানিয়ে তিনি বলেন, সরকার ও আইন শৃঙ্খলাবাহীনি সঠিক দায়িত্ব পালন করতে পারছে না। তাই দেশ পরিচালনায় উপদেষ্টাদের আরও কঠোর হওয়ারর কথাও জানান তিনি।
করিডরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের একার সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। বিষয়টি গুরুত্বপূর্ণ, তাই রাজনৈতিক দলের অভিজ্ঞ নেতা ও সসস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করার কথাও জানান এলডিপির চেয়ারম্যান।