সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

বেগম খালেদা জিয়ার সঙ্গে অলি আহমদের সাক্ষাৎ

আপডেট : ১৮ মে ২০২৫, ১০:১৪ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

রোববার (১৮ মে) সন্ধ্যা সাতটা ২২ মিনিটে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন অলি আহমদ, বের হন সাড়ে আটটায়। 

অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক জানান, তাদের মধ্যে ৪৫ মিনিট সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। এসময় এলডিপিপ্রধান খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। 

এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে পাঁচ জানুয়ারি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অলি আহমদ। সেসময় তাদের মধ্যে প্রায় আধা ঘণ্টা আলোচনা হয়েছিল।

ফিরোজা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অলি আহমদ। ছবি: একাত্তর

এদিকে ফিরোজ থেকে বের হয়ে অলি আহমদ সাংবাদিকদের বলেন, বিভিন্ন যৌক্তিক-অযৌক্তিক দাবিতে রাজধানীতে অচলাবস্থার বিষয় বিএনপি চেয়ারপারসকে জানিয়েছেন তিনি। 

নানা দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবরোধ করায় জনভোগান্তি বাড়ছে জানিয়ে তিনি বলেন, সরকার ও আইন শৃঙ্খলাবাহীনি সঠিক দায়িত্ব পালন করতে পারছে না। তাই দেশ পরিচালনায় উপদেষ্টাদের আরও কঠোর হওয়ারর কথাও জানান তিনি। 

করিডরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের একার সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। বিষয়টি গুরুত্বপূর্ণ, তাই রাজনৈতিক দলের অভিজ্ঞ নেতা ও সসস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করার কথাও জানান এলডিপির চেয়ারম্যান। 

একাত্তর/এসি
গণতন্ত্রের প্রতি যে আস্থা, অনুরাগ সে বিষয়ে অটল রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো কিছুই টেকসই হবে  না।  
লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে বিদায় জানান বড়ো ছেলে তারেক রহমানসহ দলের নেতাকর্মীরা। এসময় তাকে বিদায় জানাতে যুক্তরাজ্য...
লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর ঢাকায় ফিরতে তারেক রহমানের বাড়ি থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন সফর সঙ্গীরাও। 
চিকিৎসা শেষে চার মাস পর সোমবার (৫ মে) লন্ডন থেকে ঢাকার রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে। বিমানবন্দর থেকে গুলশান-২ এর বাসা ফিরোজায়...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি। 
সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনকভাবে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত