আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার বিসিবি ঘোষিত ১৫ জনের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন আফিফ হোসেন। চোট কাটিয়ে যথারীতি ফিরেছেন সাকিব আল হাসান। আগের সিরিজে অভিষেক হওয়া রিশাদ টিকে গেছেন এই সিরিজে।
আগামী ১৩ ও ১৬ জুলাই সিলেটে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের ছোট ফরম্যাটের এই সিরিজ।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিসাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।
একাত্তর/এসি