১০ গোলের রোমাঞ্চে জমে উঠলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ারটার ফাইনালের প্রথম লেগের দুই ম্যাচ। শ্বাসরুদ্ধকর ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। অন্যদিকে রাতের আরেক হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু দুই মিনিটের মধ্যেই ফ্রি কিক থেকে গোল করে সিটিকে লিড এনে দেন বার্নার্দো সিলভা। মিনিট দশ পরেই রুবেন দিয়াজের আত্মঘাতী গোলে কপাল ফেরে রিয়ালের। খানিকবাদেই রদ্রিগোর গোলে লিড ডাবল করে লস ব্লাঙ্কোস।
দ্বিতীয়ার্ধে ফিল ফোডেন জাদুতে সমতায় ফেরে সিটি। এরপরই দুর্দান্ত এক গোলে গার্দিওলাবাহিনীকে এগিয়ে দেন ভারদিওল। ম্যাচের উত্তেজনা তখনও শতভাগ। ম্যাচের শেষ সময়ে ভালভার্দের গোলে ঘরের মাঠে হার এড়ায় রিয়াল মাদ্রিদ।
এদিকে, এমিরেটস স্টেডিয়ামে মিরেটসে শুরু থেকেই জমে উঠে আর্সেনাল-বায়ার্ন দ্বৈরথ। তবে ম্যাচের ১২ মিনিটে লিড নেয় আর্সেনাল। গোল খেয়ে আক্রমণের ধার বাড়িয়ে ছয় মিনিটের মধ্যেই সমতায় ফেরে হ্যারি কেইন বাহিনী। স্কোর শিটে নাম তোলেন গ্যানাব্রি।
এরপরই ঘটে অঘটন, বক্সের ভেতর লেরয় সানেকে ফাউল করে উইলিয়াম সালিবা ফেলে দিলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পটকিকে লিড নেয় বায়ার্ন। বিরতির পর ট্রসার্ডের গোলে ম্যাচ বাঁচায় আর্সেনাল।