সেকশন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
 

সাম্রাজ্যবাদী শক্তি রুখে দেয়ার আহবান শিল্পী সমাজের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম

তরুণ প্রজন্মের প্রতি সাম্রাজ্যবাদী শক্তি রুখে দেয়ার আহবান জানিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ। শুক্রবার সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পায়রা আয়োজিত সাম্রাজ্যবাদ বিরোধী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা জানান।

‘দেশ আমার, সিদ্ধান্ত আমার, নির্ভয়ে চলো বাংলাদেশ’ স্লোগান নিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী এই চিত্র প্রদর্শনীর আয়োজন করে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ। তাদের সাথে সহযোগিতায় রয়েছে ক্যাম্পেন এডভোকেসি প্রোগ্রাম। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। 

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সীতেশ চন্দ্র মুক্তিযোদ্ধাদের হাতে পতাকা তুলে দেন। উপস্থিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেনের হাতে পতাকা তুলে দেন তিনি। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক নিসার হোসেন বলেন, বাংলাদেশের শিল্পী সমাজ সব সময়ই অন্যায় অনিয়মের বিরুদ্ধে কাজ করছে। সাম্প্রতিক সময়ে সাম্রাজ্যবাদী শক্তি আবারো মাথা ছাড়া দিয়ে দেশের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেই জন্য আমরা আবারো একত্রিত হয়েছি।

তিনি বলেন, সব জায়গায় থেকে আমাদের মানুষকে সচেতন করতে হবে, সব মহলের মানুষকে সচেতন করতে হবে। যাতে আমরা মুক্তিযুদ্ধের জায়গাটাকে জলাঞ্জলি না দেয়। 

ঢাবি নীল দলের শিক্ষকদের পক্ষ থেকে সংহতি জানিয়ে দেয়া বক্তব্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, আজ যারা মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা তারা সারা বিশ্বের মানুষকে অত্যাচারের পক্ষে কাজ করেছে, সেই ইতিহাস তাদের রয়েছে। তাদের দেশের মানবাধিকারের কথা বলি, তাদের মত প্রকাশের স্বাধীনতার কথা যদি বলি, তাদের জনগণ যদি তাতে ভোট দেন। তার পার্সেন্টেজ কত হবে তা ভাববার বিষয় রয়েছে। তাদের নিজেদের দেশে মানবাধিকারের প্রশ্ন রয়েছে, সেখানে তারা বহির্বিশ্বে এসে মানবাধিকারের কথা বলে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে তাদের যেই পদক্ষেপ, তা সত্যিই আমাদের ভাবায়। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সব সময়ই সকল দেশের শিল্পী সমাজ এগিয়ে এসেছে। বাংলাদেশেও এই উদ্যোগের জন্য দেশের শিল্পীসমাজকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল বলেন,বাংলাদেশ যখন স্বাধীনতা সূর্য দেখছিলো, ঠিক তখনই সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা সপ্তম নৌ-বহর পাঠিয়েছিলো স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার জন্য। আজকে দেখতে পাচ্ছি মার্কিন সাম্রাজ্যবাদ বিভিন্ন দেশে মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে। এখন তারা আবার বাংলাদেশের ওপর চোখ ফেলেছে। আজকে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ যেই চিত্র তুলে ধরেছে, এই রকম চিত্র মুক্তিযুদ্ধের সময় আমাদের অনুপ্রাণিত করতো।

শিক্ষার্থীদের প্রতি মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু বলেন, আমরা যুদ্ধ করেছিলাম ১৯৭১ সালে, তোমরা যুদ্ধ করবে এই দুই হাজার তেইশ সালের আজকের তারিখে। যারা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধা প্রদান করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তোমরা, দেশের সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে তোমরা।

আরবিএস  
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মুছে ফেলা শেখ হাসিনার গ্রাফিতিকে আগের রূপে ফিরিয়ে আনা হয়েছে। যা এখন পরিণত হয়েছে ঘৃণাস্তম্ভে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে শিক্ষার্থীদের গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার উদ্বোধন হচ্ছে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টিএসসিতে আনন্দ র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ক্যাম্পাসের...
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির ডাকা অবরোধে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির তথ্য তুলে ধরে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশের শিল্পী সমাজ।
বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত