বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালনকালে বাড্ডায় খবর সংগ্রহ করতে গিয়ে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার হাবিব রহমান হামলার শিকার হয়েছেন।
রোববার সকাল ১০টা থেকে ছাত্ররা রামপুরা-বাড্ডা এলাকায় অবস্থান নেয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো ছাত্র তাদের কর্মসূচিতে অংশ নেয়। দুপুর একটার দিকে হঠাৎ করে বিক্ষুব্ধ কিছু সন্ত্রাসী একাত্তর টিভির গাড়ি ভাংচুর করে।। এসময় কিছু সন্ত্রাসী একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার হাবিব রহমানকে ঘিরে হত্যার হুমকি দেয় এবং গালিগালাজ শুরু করে।
উশৃঙ্খল সন্ত্রাসীরা হাবিব রহমানকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।এর আগেও খবর সংগ্রহের সময় হাবিব রহমানকে আক্রমণ করে সন্ত্রাসীরা।