সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

আনিসুল-সালমানসহ আট জন নতুন মামলায় গ্রেপ্তার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা, হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনায় রাজধানীর পৃথক থানায় নতুন চার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আট জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। মামলাগুলো হত্যা, হত্যাচেষ্টা ও অপহরণের।

অন্য পাঁচ জন হলেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক হানু, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান।

এর মধ্যে গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়াইলে জিসানের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা কলেজের ছাত্র মোহাম্মদ শামীমকে হত্যার চেষ্টার অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়।

১৯ জুলাই মোহাম্মদপুরে আল-শাহরিয়ার হোসেনের (২৩) মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় সাদেক খানকে এবং একই থানার একটি অপহরণ মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট থেকে আনিসুল ও সালমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এরপর বিভিন্ন সময় পলক, ইনু, মেননসহ অন্যরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

একাত্তর/আরএ
বাংলাদেশের পারিবারিক আদালতগুলোতে বর্তমানে ৭২ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে। আরো চার হাজার ছয়শ’র বেশি মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায়।
আলোচিত খলনায়ক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে এক গার্মেন্টসকর্মীকে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি বাসায় ডাকাতি করার সময় বাড়ির মালিক ইসমাইল খানকে (৮০) বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার স্ত্রী সালেহা বেগমকে (৭০) কুপিয়ে গুরুতর আহত...
ঢাকা শহরের প্রতিটি ভবনের ছাদে পর্যাপ্ত ও কার্যকর সৌর প্যানেল স্থাপন করার জন্য একটি সময়ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার এপিএস ও খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের ২ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি বুধবার (১৬ জুলাই)।
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (১৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড....
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত