যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর একাংশের মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। দ্রুতই পুরো পথে স্বাভাবিক চলাচলের চেষ্টা করছে কর্তৃপক্ষ।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ৩৯ মিনিট থেকে অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো।
পরে ২টা ৫ মিনিটে লুপ লাইনে পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু পুরো পথে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি।
প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের টেকনিক্যাল টিম সমস্যাটি সমাধানে কাজ করছে।