রাজধানীর তুরাগে চাঞ্চল্যকর ফারদিন শাহরিয়ার শুভ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ রিয়াজ।
রোববার রাত সাড়ে ন’টার দিকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান।
তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে ২৯ জানুয়ারি বিকেলে তুরাগের রানাভোলা সিরাজ মার্কেটের সামনে ফারদিন শাহরিয়ার শুভকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যান রিয়াজ। পরে গুরুতর আহত শুভকে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রিয়াজকে আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা হয়।
রোববার রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কেথুরি বাজার এলাকায় রামগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন রিয়াজ পূর্বশত্রুতার জের ধরে শুভকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে খুন করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।