ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।
কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১৯ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউন লাইনে পেছন থেকে দুইটি ক্যারেজ পড়ে যায়।
এ ঘটনার পর স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়। ফলে আপ ও ডাউন দুই লাইনে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দুপুর একটা ১০ মিনিট থেকে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা অভিমুখী বিভিন্ন ট্রেন এয়ারপোর্ট, টঙ্গি, জয়দেবপুর স্টেশনে অপেক্ষমাণ ছিলো। লাইন ক্লিয়ার হবার পর এসব ট্রেন গন্তব্যের পথে রওয়া হয়েছে।