পরিবার পরিজনের সঙ্গে ঈদ করে রাজধানীতে ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের মানুষ। ফিরতি পথে যানজট না থাকায় নির্বিঘ্নে শহরে ফিরছেন সবাই।
মঙ্গলবার (১০ জুন) সকালে রাজধানীর গাবতলী এলাকায় টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ফিরতি মানুষের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
ফিরতি যাত্রীরা বলছেন, বাসে যাত্রীর চাপ কম। যাত্রা পথে দীর্ঘ যানজটে ভোগান্তি থাকলেও ফিরতি পথে নির্বিঘ্নে রাজধানীতে ফিরছে সবাই।
পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দ অনেক। সবার সঙ্গে ঈদ করা, কোরবানি দেওয়া, ঘোরাফেরা সব মিলিয়ে ঈদের দিনগুলো ভালো কেটেছে বলে জানান তারা।
তবে বাড়ি যাওয়ার পথে দীর্ঘ যানজটের ভোগান্তি কথাও স্মরণ করেছেন অনেক যাত্রী। ফেরার পথ গাড়িতে বাড়তি ভাড়ার অভিযোগও জানান নাই কেউ।