রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মিলবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সারাদিনই আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বইতে পারে হালকা বাতাস।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাতটায় প্রকাশিত ছয় ঘণ্টার বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির পূর্বাভাস বলছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কিংবা অস্থায়ীভাবে মেঘে ঢাকা পড়তে পারে। যদিও গরমের মাত্রা কিছুটা কমতে পারে, তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা ভাব থেকে মুক্তি মিলবে না সহজে।
এতে আরও বলা হয়েছে, আজকের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ ভোর ৬টায় ঢাকায় রেকর্ড করা তাপমাত্রা ছিলো ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৮৭ শতাংশ।
এর আগে গতকাল বুধবার (১১ জুন) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।