সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
 

নতুনবাজারে পুলিশের বল প্রয়োগ, সড়কে বসে পড়লেন শিক্ষার্থীরা

আপডেট : ২১ জুন ২০২৫, ১২:৩২ পিএম

সহপাঠীদের বহিষ্কারদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে নতুনবাজার সড়ক অবরোধ করা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করেও সড়ক থেকে সরাতে পারেনি পুলিশ। ধস্তাধস্তির পর এবার সড়কে বসে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে আটটার দিকে দিকে তারা কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে অবস্থান নেন। এতে পুরো প্রগতি সরণীতে (কুড়িল-বাড্ডা-রামপুরা-বনশ্রী) যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড-নদ্দা হয়ে রামপুরগামী লেনটি বন্ধ থাকলেও রামপুরা থেকে কুড়িলগ্রামী লেনটি খোলা রয়েছে।

পরে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে নিতে চাইলেও তারা যেতে রাজি হন নাই। এসময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, বহিষ্কারের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না। 

এরপরই পুলিশ বলপ্রয়োগ করে তাদের রাস্তা থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় দুই পক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হয়। পরে কিছু সময় রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও আবারও রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক ১৩ দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে। উল্টো আন্দোলন দমন করতে বহিষ্কার করা হচ্ছে। গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে ২৪ জনকে স্থায়ী ও ১৬ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। বাকি একজনকে সতর্কবার্তা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একাত্তর/এসি
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ শনিবারের মধ্যে প্রত্যাহারসহ পাঁচ দফা মেনে নেওয়ার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে রোববার...
উপাচার্যবিরোধী আন্দোলন ঘিরে বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ করেছেন। 
রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটের ঘটনার তিনদিন পার হলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরইমধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ ও থানা ঘেরাও করেছে।
ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ এ সমতায় ফিরিয়েছে। টসে হেরে এবং শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদের হারিয়ে প্রাথমিক চাপে পড়লেও অধিনায়ক লিটন দাস দলের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। একই সময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২০ জন। চলতি বছরে এই...
শেরপুরে মাদ্রাসা ছুটি পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস ও এর চালককে আটক করে...
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেই সঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত