ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ শনিবারের মধ্যে প্রত্যাহারসহ পাঁচ দফা মেনে নেওয়ার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে রোববার নতুনবাজারসহ পুরো ঢাকা ব্লকেডের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (২১ জুন) বিক্ষোভ কর্মসূচি থেকে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক ১৩ দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে। উল্টো আন্দোলন দমন করতে বহিষ্কার করা হচ্ছে। গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে ২৪ জনকে স্থায়ী ও ১৬ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। বাকি একজনকে সতর্কবার্তা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর প্রতিবাদে শনিবার (২১ জুন) সকাল সাড়ে আটটার দিকে দিকে শিক্ষার্থীরা কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে অবস্থান নেন। এতে পুরো প্রগতি সরণীতে (কুড়িল-বাড্ডা-রামপুরা-বনশ্রী) যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড-নদ্দা হয়ে রামপুরগামী লেনটি বন্ধ থাকলেও রামপুরা থেকে কুড়িলগ্রামী লেনটি খোলা রয়েছে।
এদিকে বেলা ১১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে বল প্রয়োগ করে। এসময় দুই পক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হয়। পরে কিছু সময় রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও আবারও রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ের তারা সড়কে বসে ও শুয়ে পড়েন।