ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষক হবিবর রহমান(৫৫) নিজ হাতে স্ত্রী রুখসানা বেগম(৫০)কে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
বুধবার (৬ অক্টোবর) ভোর ৬টার দিকে রাণীশংকৈল উপজেলার হোসেনগাও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে খাওয়াদাওয়া শেষে হবিবর ও রুখসানা তাদের ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ফজরের আযানের পর ভোর প্রায় ৬টার দিকে হবিবর তার স্ত্রীকে ডেকে তোলার চেষ্টা করেন। এক পর্যায়ে সে ঘুমন্ত স্ত্রীকে লোহার শাবল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী রুখসানার মৃত্যু হয়।
পরে উন্মত্ত অবস্থায় হবিবর সাইকেলযোগে রাণীশংকৈল থানায় এসে স্ত্রীকে খুন করার কথা জানান।
আরও পড়ুন: নিউজপোর্টাল চালুর আগে নিবন্ধন করতে হবে
রাণীশংকৈল থানার এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেন, ওসি এসএম জাহিদ ইকবাল, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, এএসপি(পিবিআই) এবিএম রেজাউল ইসলাম, সিআইডি অফিসার মিল্লাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হোসেনগাও ইউপি চেয়ারম্যান মাহবুব আলমও উপস্থিত ছিলেন।
হত্যার বিষয়ে নিশ্চিত হওার পর হবিবরকে আটক করে রাণীশংকৈল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, রুখসানা হত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে হবিবর কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।
একাত্তর/আরবিএস