সেকশন

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
 

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০২:১৫ পিএম

শেরপুরের শ্রীবরদীতে পঞ্চম শ্রেণির এক শিশু (১৩) শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি শুভ মিয়াকে (১৮) গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। 

শ‌নিবার (১৬ অক্টোবর) রাতে ওই আসামির নিজ এলাকা জালকাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শুভ ওই এলাকার ইয়াছিন ওরফে নতুগুনের ছেলে।

জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা শহিদ শেখ তার স্ত্রী দুলানীকে নিয়ে জীবিকা নির্বাহের জন্য ঢাকায় থাকেন। আর তাদের ১৩ বছরের কন্যা সন্তানকে জালকাটা গ্রামে তার শ্বশুরবাড়িতে রেখে পড়াশোনা করার দায়িত্ব দেন শিশুর নানীকে। 

এদিকে ওই শিক্ষার্থী স্কুলে যাতায়াতের সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করে কুপ্রস্তাব দিত জালকাটা এলাকায় বাসিন্দা ইয়াছিন নতুগুনের ছেলে শুভ। এতে ওই শিক্ষার্থী তার প্রস্তাবে রাজি না হয়ে নানীকে সব খুলে বলে। পরে নানী শুভকে ডেকে নিয়ে তার পরিবারকে সর্তক করে দেন।

গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই শিশু পানি নেওয়ার জন্য টিউবওয়েল পাড়ে যায়। এসময় বাড়ির পাশে কলাবাগানে ওঁৎ পেতে বসে থাকা শুভ পেছন থেকে শিক্ষার্থীর মুখ চেপে ধরে পাশেই বাঁশঝাড়ের নিচে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই শিশুর বাবা শহিদ শেখ (৩৫) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০জনকে আসামি করে গত রোববার (২৬ সেপ্টেম্বর) শ্রীবরদী থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। এতে প্রধান আসামী করা হয় জালকাটা এলাকার ইয়াছিন ওরফে নতুগুনের ছেলে শুভ মিয়াকে (১৮)। 

আরও পড়ুন: চট্টগ্রামে ভবনে বিস্ফোরণে একজন নিহত, আহত দুই

মামলার পর থেকে পলাতক ছিল আসামি শুভ মিয়া। শনিবার রাতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের দিকনিদের্শনায় শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এস.আই তাহেরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জালকাটা এলাকায় অভিযান চালিয়ে শুভ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, প্রধান আসামি শুভ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।


একাত্তর/এসজে

নরসিংদীতে বাড়িতে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হত্যার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশে আটকের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে...
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে ৮ যাত্রীকে জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল হালিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুরে চলতি মৌসুমে সরিষার চাষ কমে, বেড়েছে আলুর আবাদ। কৃষকরা বলছেন, গেল মৌসুমে সরিষার চেয়ে আলুর দাম চড়া থাকায় তারা এবার আলুর চাষ বাড়িয়েছেন। এনিয়ে কৃষি অধিদপ্তর বলছে, সরিষার তেলের দাম কিছুটা...
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে পরিবারের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে...
নরসিংদীতে বাড়িতে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হত্যার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশে আটকের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে...
লোডিং...
Nagad Ads
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত