রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ইয়াছিন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন কালিকাপুর এলাকার হাবিল ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটির মা রেললাইনের ধারে কাজ করছিলেন, আর শিশু ইয়াছিন রেল লাইনের ওপর বসে খেলা করছিল।
এসময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতী এক্সপ্রেস নামের ট্রেন চলে আসে এবং ইয়াছিনকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশু ইয়াছিন রেললাইনের পাশে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বাড্ডায় চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কালিকাপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের মেম্বার ইকবাল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিল ফকিরের ছেলে ইয়াছিন ছিল তার চতুর্থ সন্তান। শিশুটি ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একাত্তর/এসজে