সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় এ বছর রমজান মাস উপলক্ষে নওগাঁয় এক লাখ ৭৫ হাজার ৫৮৪টি নিম্নআয়ের ‘ফ্যামেলি কার্ড’ধারী পরিবার পাবেন ন্যায্য মূল্যে টিসিবির পণ্য।
শনিবার (১৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
ডিসি জানান, আগামীকাল ২০ মার্চ থেকে শুরু করে জেলার তিনটি পৌরসভা ও ১১টি উপজেলায় টিসিবির নির্ধারিত ৩১ জন ডিলারের মাধ্যমে মোট দুই ধাপে এ পণ্য বিতরণ করা হবে। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।
টিসিবির পণ্যের মধ্যে রয়েছে- চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা। এর মধ্যে ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার তেল ও কেজি প্রতি ৫০ টাকা দুই কেজি ছোলা বিক্রি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না এলে ট্যাগ অফিসারের প্রত্যায়নপত্র নিয়ে ডিলাররা নিয়ে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করে দিতে পারবেন।
আরও পড়ুন: খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জন আটক
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা লিজাসহ জেলার বিভিন্ন মাধ্যমের সাংবাদিকরা।
একাত্তর/এসি