নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সিমেন্ট কারখানার এক শ্রমিক।
রোববার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে ফতুল্লার পঞ্চবটী মেথরখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল শেরপুর জেলার গাজী মোতালেব হুসাইনের ছেলে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, শেরপুর থেকে চাকরীর উদ্দেশ্যে মুন্সিগঞ্জের মেট্রো সিমেন্ট কারখানায় যাচ্ছিলেন সাইফুল।
পথে পঞ্চবটী মেথরখোলা এলাকায় তার গতিরোধ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এরপর তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষকের মরদেহ উদ্ধার
পুলিশ ধারণা করছে, ছিনতাইয়ের কবলে পড়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই নিহত হয় সে।
মো. মহসিন আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন।
একাত্তর/এসজে