নাটোরের বড়াইগ্রামে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (১৪ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলা নটাবাড়িয়া উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেওয়া (৬০) উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত আকতার মণ্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে রাস্তা পার হয়ে দেবরের বাড়ি যাচ্ছিলেন মাজেদা। এসময় তিরাইল থেকে বনপাড়াগামী একটি মোটরসাইকেল তাকে দেয়।
আরও পড়ুন: ফতুল্লায় ছুরিকাঘাতে শ্রমিক নিহত
আহত অবস্থায় মাজেদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/এসজে