সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

ম্যাগনেট পিলার খুঁড়তে গিয়ে গণপিটুনির পর আটক সাত

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৩:২৭ পিএম

মোংলায় ম্যাগনেট পিলার খুঁজতে মাটি খোঁড়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে সাত যুবক। 

মঙ্গলবার (১৬ আগস্ট) গভীর রাতে মাটি খুড়ে পিলারের সন্ধান করতে গেলে স্থানীয় লোকজন তাদেরকে ধরে গণপিটুনি দিয়ে রাতেই পুলিশে দেন। 

আটক ব্যক্তিরা হলেন- মোংলা উপজেলার মধ্য হলদিবুনিয়া গ্রামের হযরত আলী (৩০), আমড়াতলা গ্রামের বায়জিদ শেখ (৩৫), মিঠাখালী গ্রামের সেকেন্দার শেখ (২৫), জনি শেখ (২৩), সোনাখালী গ্রামের রতন মণ্ডল (২০), বাগেরহাট সদরের উত্তর কাড়াপাড়া গ্রামের আবুল হাসান (৩৪) ও রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের জসিম গাজী (২৫)। 

তাদের বিরুদ্ধে পুলিশ ৫৪ ধারায় মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। 

মোংলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রেজা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খড়খড়িয়া গ্রামের বাসিন্দা মারুফ মোল্লার বাড়ীতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাত যুবক মাটি খুঁড়ে ম্যাগনেট পিলারের সন্ধান করছিলো। মাটি খোঁড়া ও লোকজনের আলাপ টের পেয়ে ওই বাড়ীসহ আশপাশের লোকজন এসে তাদেরকে ধরে গণপিটুনি দেয়। 

আরও পড়ুন: কক্সবাজারে সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

এরপর স্থানীয় চটেরহাট ফাঁড়ি পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। পরে চটেরহাট ফাঁড়ি পুলিশ বুধবার সকালে তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করেন। 

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, আটক ব্যক্তিদের কাছে কোনোকিছুই পাওয়া যায়নি। তাই তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে। 

এ বিষয়ে আরো তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/এসজে 

মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির অপবাদ দিয়ে তিন নারীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় সুমন দাস (৩৭) নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সুন্দরবনে ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় দুটি এক নলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে...
সুন্দরবন উপকূলের বিভিন্ন এলাকায় মোংলা কোস্টগার্ডের আলাদা অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে এক শিকারীকে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত