মোংলায় ম্যাগনেট পিলার খুঁজতে মাটি খোঁড়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে সাত যুবক।
মঙ্গলবার (১৬ আগস্ট) গভীর রাতে মাটি খুড়ে পিলারের সন্ধান করতে গেলে স্থানীয় লোকজন তাদেরকে ধরে গণপিটুনি দিয়ে রাতেই পুলিশে দেন।
আটক ব্যক্তিরা হলেন- মোংলা উপজেলার মধ্য হলদিবুনিয়া গ্রামের হযরত আলী (৩০), আমড়াতলা গ্রামের বায়জিদ শেখ (৩৫), মিঠাখালী গ্রামের সেকেন্দার শেখ (২৫), জনি শেখ (২৩), সোনাখালী গ্রামের রতন মণ্ডল (২০), বাগেরহাট সদরের উত্তর কাড়াপাড়া গ্রামের আবুল হাসান (৩৪) ও রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের জসিম গাজী (২৫)।
তাদের বিরুদ্ধে পুলিশ ৫৪ ধারায় মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
মোংলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রেজা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খড়খড়িয়া গ্রামের বাসিন্দা মারুফ মোল্লার বাড়ীতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাত যুবক মাটি খুঁড়ে ম্যাগনেট পিলারের সন্ধান করছিলো। মাটি খোঁড়া ও লোকজনের আলাপ টের পেয়ে ওই বাড়ীসহ আশপাশের লোকজন এসে তাদেরকে ধরে গণপিটুনি দেয়।
আরও পড়ুন: কক্সবাজারে সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
এরপর স্থানীয় চটেরহাট ফাঁড়ি পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। পরে চটেরহাট ফাঁড়ি পুলিশ বুধবার সকালে তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করেন।
মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, আটক ব্যক্তিদের কাছে কোনোকিছুই পাওয়া যায়নি। তাই তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে।
এ বিষয়ে আরো তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
একাত্তর/এসজে