সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

করমজলে ৩৮ বাচ্চার মা হলো পিলপিল

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৭:৪০ পিএম

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্ত প্রায় লবণ পানি প্রজাতির কুমির পিলপিলের দেয়া ডিম হতে ৩৮টি বাচ্চা ফুটেছে। 

সোমবার (২২ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২ টার মধ্যে ডিমের খোলস ভেঙ্গে জন্ম নেয় নতুন এ বাচ্চাগুলো। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, গত জুনের প্রথম দিনে প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে ৩৮টি ডিম দেয় কুমির পিলপিল। এরপর ডিমগুলো সংগ্রহ করে ইনকিউবেটরে রাখা হয়। ইনকিউবেটরে থাকার দীর্ঘ ৮৩ দিনের মাথায় সেই ৩৮টি ডিম থেকেই ৩৮টি বাচ্চা ফুটেছে। এ বাচ্চাগুলো প্রজনন কেন্দ্রের নির্দিষ্ট প্যানে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, এবারই প্রথম করমজলে কুমিরের ডিমে শতভাগ বাচ্চা ফুটেছে। পূর্বের ছোট-বড় ৯১টি আর নতুন ৩৮টি বাচ্চা নিয়ে এ প্রজনন কেন্দ্রে মোট কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯টিতে। আর পিলপিল এ নিয়ে ১১ বার ডিম দিয়েছে।

আরও পড়ুন: বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আজাদ কবির আরও জানান, এবারই প্রথম কুমিরের ডিমে শতভাগ বাচ্চা ফুটেছে। কারণ এর আগে এনালগ পদ্ধতিতে ডিম সংরক্ষণ করা হতো। কিন্তু চলতি বছর ডিজিটাল ইনকিউবেটরে ডিম সংরক্ষণ করায় ৩৮টি ডিমে ৩৮টিই বাচ্চা ফুটেছে। 

উল্লেখ্য, ২০০০ সালে করমজলে ৮ একর জমির উপর এ কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলে বনবিভাগ। মূলত বিলুপ্ত প্রায় লবণ পানির প্রজাতির এ কুমিরের সংরক্ষণ, প্রজনন ও বংশ বিস্তারের লক্ষেই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছিলো। কুমির রোমিও ও জুলিয়েটকে দিয়ে শুরু হয়েছিলো এ প্রজনন কেন্দ্রের প্রথম কার্যক্রম। বর্তমানে রোমিও ও জুলিয়েট বয়স্ক এবং দুর্বল হয়ে পড়ায় ডিম দেয়া বন্ধ হয়ে গেছে তাদের। এখন একমাত্র পিলপিলই রয়েছে ডিম দেয়ার মতো।


একাত্তর/জো

বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। আট ফিট লম্বা ও ১০ কেজি ওজনের অজগরটি উদ্ধারের পর বনে ছেড়ে দেওয়া হয়েছে। 
গত ২২ মার্চ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় এবং ওই আগুন নিয়ন্ত্রণের একদিনের মাথায় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ধানসাগর টহল ফাঁড়ির অধীন...
সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারা সবাই খুলনার কয়রার বাসিন্দা।
সুন্দরবনে ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় দুটি এক নলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে...
এ হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ তদন্ত সংস্থার হাতে এসেছে হাতে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।‎
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্প্রতি কোনো ফোনালাপ হয়নি বলে নিশ্চিত করেছে বেইজিং। যদিও ট্রাম্প দাবি করেছিলেন, তিনি চীনের নেতার সঙ্গে কথা বলেছেন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত