মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রলারডুবির ৪০ ঘণ্টা পর ডহুরী খাল থেকে নিখোঁজ এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার তালতলী ডহুরী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত তরুণ সেলিম (২৬) সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ খানের ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রোববার বিকালে সেলিমসহ পাঁচজন ইছামতি নদীতে ট্রলার নিয়ে বেড়াতে যায়। সাড়ে পাঁচটায় দিকে তালতলা-ডহুরী খালে একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠে আসলেও সাঁতার না জানায় সেলিম পানিতে তলিয়ে যান।
আরও পড়ুন: করমজলে ৩৮ বাচ্চার মা হলো পিলপিল
ওসি আরও জানান, মরদেহ খালে ভেসে উঠলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
একাত্তর/জো