ঝিনাইদহের শৈলকুপার কবিরপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা করে চেয়ার ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ।
হামলার অভিযোগ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে সন্ধ্যার দিকে হামলা চালায়। এসময় বিএনপির নেতাকর্মীরা অফিস ত্যাগ করার কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
তিনি আরও জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এমএ হাকিমের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে মোটরসাইকেলে শো-ডাউন ও মিছিল করার সময়ে এ হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায় তারা।
আরও পড়ুন: পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসাছাত্রের মৃত্যু
তবে নবনির্বাচিত চেয়ারম্যান এমএ হাকিম হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জানান, তার দলীয় নেতাকর্মীরা কোনো হামলা-ভাঙচুরের ঘটনা ঘটায়নি।
এ প্রসঙ্গে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়েছে বলে খবর পেয়েছেন তিনি। তদন্ত সাপেক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো