সাতক্ষীরায় ভারতে পাচারের সময় এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে ৩৩ বিজিবির সদস্যরা।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বৈকারি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটককৃত মো. জুলফিকার আলী (৪৪) সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরার ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, সকাল সাড়ে নয়টার দিকে গোপন খবরের ভিত্তিতে বৈকারি বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৭/৪৯-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারি বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশ থেকে ভারতে পাচারের সময় এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ মো. জুলফিকার আলী নামের একজনকে আটক করে।
আরও পড়ুন: গৃহবধূর চড়ে স্বামীর আত্মহত্যা, প্ররোচনার দায়ে জেল
তিনি আরও জানান, এ ঘটনায় হাবিলদার সৈয়দ রবিউল ইসলাম বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করে জুলফিকার আলীকে থানায় সোপর্দ করেছেন। জব্দকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
একাত্তর/জো