পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তার ইয়াসিন খান (৩৫) তুষখালী ইউনিয়নের তুষখালী গ্রামের মৃত হাফেজ খানের ছেলে।
বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মঠবাড়িয়া থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
পুলিশ সুপার জানান, গত ২৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার তুষখালী ইউনিয়নের গুদিঘাটা মাঝেরপোল এলাকায় জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনার মূল পরিকল্পনাকারী ইয়াসিন খান।
পুলিশ সুপার আরও জানান, ঘটনার রাতে আহত শফিকুলের মা মমতাজ বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন। পরদিন প্রধান আসামি নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ রেল-টিকেটসহ দুই কালোবাজারি আটক
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১১ অক্টোবর) ভোররাতে ঢাকার লালবাগ থানা পুলিশের সহযোগিতায় লালবাগ এলাকা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেল) মো. ইব্রাহিম, মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
একাত্তর/এসজে