সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

হলের বারান্দা থেকে পড়ে রাবি ছাত্রের মৃত্যু, রামেকে বিক্ষোভ

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১১:২৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের 'বারান্দা' থেকে নিচে পড়ে এক শিক্ষার্থী রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন রাবি শিক্ষার্থীরা। 

বুধবার (১৯ অক্টোবর) রাত আটটার দিকে শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে শাহরিয়ার নামের ওই শিক্ষার্থী পড়ে যান বলে জানান হলের শিক্ষার্থীরা। 

পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে দুই চিকিৎসককে মারপিট ও হাসপাতালে ভাংচুর করেছে শিক্ষার্থীরা। পরে চিকিৎসকদের সঙ্গে মারপিটের ঘটনা ঘটেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর জানান, আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই তিনি মারা যান। তবে ওই শিক্ষার্থী কিভাবে পড়েছেন তা তিনি জানাতে পারেননি।

জানা গেছে, নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, শাহরিয়ার হলের তৃতীয় ব্লকের পূর্ব কর্নারের ৩৫৪ নম্বর কক্ষে থাকতেন। তবে তিনি পশ্চিমপাশ থেকে পড়ে যান। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে তিনি কিভাবে পড়েছেন তা কেউ নিশ্চিত করতে পারেনি।

এদিকে, রামেক হাসপাতালে আনা হলে চিকিৎসা অবহেলার হাসপাতালে ভাংচুর ও দুই চিকিৎসককে মারপিট করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আহত শাহরিয়ারকে হাসপাতালে আনার পর চিকিৎসায় অবহেলা করেছেন চিকিৎসকরা। 

বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. আসাবুল হক জানিয়েছেন, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার, আইসিইউতে দায়িত্বে থাকা চিকিৎসক নার্সদের অপসরনসহ বিভিন্ন দাবিতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে।

আরও পড়ুন: কক্সবাজারে রোহিঙ্গা যুবকের সপরিবারে আত্মহত্যার চেষ্টা

এদিকে, রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন। 

তিনি বলেন, ছাত্রদের বোঝানের চেস্টা চলছে ও রাবি উপাচার্যকে ঘটনাস্থলে আসার জন্য বলা হয়েছে। ঘটনাস্থলে র‍্যাব উপস্থিত হয়েছে। 


একাত্তর/এসজে

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী ড. পুরনজিত মহালদার মারা গেছেন। 
কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সম্মেলনে তিনি...
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা-নিপীড়নের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের মৌন মিছিল শেষে শিক্ষার্থীদের তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক...
ক্লাস-পরীক্ষা বর্জন করে কোটা সংস্কারের দাবিতে রেল ও সড়ক পথ অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। 
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত