ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২৫ কেজি গাঁজাসহ একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে কসবা পৌর শহরের ইমামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল পৌর শহরের ইমামপাড়া এলাকার একটি সড়কে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ১২৫ কেজি গাঁজাবাহী সিএনজি চালিত অটোরিকশাটি ফেলে পালিয়ে যান।
আরও পড়ুন: গাংনীতে অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে ছয়জন আটক
পরে পুলিশ মাদকসহ অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে এবং এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বলেও জানান তিনি।
একাত্তর/জো