নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৌর এলাকার অর্জুন্দী, ভট্টপুর, ভবনাথপুর, গোবিন্দপুর ও দত্তপাড়া এলাকায় এ অভিযান চলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।
তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, এ অভিযান চালিয়ে আট কিলোমিটার এলাকায় বিস্তৃত প্রায় তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করার কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: দই টক হওয়ায় বিয়ের অনুষ্ঠানে ভাঙচুর, আহত ২০
অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো