নওগাঁয় বজ্রপাতে চার কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জেলার পত্নীতলা এবং পোরশা উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫), মোতাহার হোসেন (৩৫), দিবর ইউনিয়নের ছোট মহারন্দী গ্রামের মাসুদ রানা (১৯) ও পোরশা উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে আজিজুল হক (৬৫)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, খাদেমুল ইসলাম ও মোতাহার হোসেন বিকেলে একটি আম বাগানে আম নামানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ দক্ষিণ আকাশে ঘন মেঘ দেখা দেয়। কিছুক্ষণ পরেই ঝড়, বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে বজ্রপাতে তারা মারা যান। অপরদিকে মাসুদ রানা অন্য একটি আম বাগানে আম নামানোর কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।
আরও পড়ুন: ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
এদিকে পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, কৃষক আজিজুল হক বিকেলে তার বাড়ির পাশের একটি মাঠে গরুকে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে বজ্রপাতে তিনি মারা যান।
একাত্তর/আরবিএস