দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৯ মাস পর ভারত থেকে কাচাঁমরিচ আমদানি শুরু হয়েছে। মেসার্স সততা বাণিজ্যালয় নামক আমদানিকারক প্রতিষ্ঠান এই কাঁচামরিচ আমদানি করেছেন।
সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টার সময় ভারতীয় একটি ট্রাকে ৭ টন ৪২৬ কেজি কাঁচা মরিচ আমদানি করা হয়।
আমদানিকারক প্রতিনিধি সেলিম হোসেন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের বাজার অস্থিতিশীল হওয়ায় সরকারের অনুমতিতে বানিজ্য মন্ত্রনালয় কাচাঁমরিচ আমদানির অনুমুতি দিলে আমরা কাচাঁমরিচ আমদানি শুরু করেছি। বর্তমান একটি ভারতীয় ট্রাকে ৭ টন ৪২৬ কেজি কাচাঁমরিচ আমদানি হয়েছে। আজকে আরও চার ট্রাকে কাচাঁমরিচ আমদানি করা হবে। এসব মরিচ ভারতের বিহার রাজ্যের পুরুলিয়া থেকে আমদানি হচ্ছে।
একাত্তর/এআর