নাটোরে বড়াইগ্রাম-বনপাড়া নামে আলাদা দুটি উপজেলা গঠনের দাবিতে জানিয়েছে ‘বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন নাগরিক কমিটি’ নামে একটি সংগঠন।
শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে এই দাবিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রাজ্জাক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সদস্য সচিব মাহমুদুল হক খোকনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আমিনুল হক মতিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম আলম, একাত্তর টেলিভিশনের জিএম মো. কামরুজ্জামান, ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্নু, পূবালী ব্যাংকের জিএম শাহিন শাহরিয়ার বাবুল, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ওহিদুল ইসলাম, সাধারণ বীমা কর্পোরেশনের প্রকৌশলী আবুল কালাম আজাদ, ঢাকা প্রোঅ্যাকটিভ হসপিটালের এজিএম রাশেদুল ইসলাম, মানবজমিনের স্টাফ রিপোর্টার আলতাফ হোসেন, বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অহিদুল হক, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল বারী রফিক, আব্দুল বারেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুল ইসলাম, জেলা জাতীয় পাটির নেতা এসএম সেলিম রেজা রানা।
বক্তারা বলেন, বড়াইগ্রাম নামে উপজেলা এবং সকল অফিস আদালত থাকলেও বড়াইগ্রামের মানুষ চার দশক ধরে অবহেলার স্বীকার হয়ে আসছে। বড়াইগ্রামে থানা ও হাসপাতাল ছাড়া কিছুই নেই।
তারা বলেন, উপজেলার নাম বড়াইগ্রাম হলেও দুর্ভাগ্যজনকভাবে সব অফিস আদালত বনপাড়ায়। এ কারণে বড়াইগ্রামের মানুষ যুগ যুগ ধরে সুষম উন্নয়ন বঞ্চিত হচ্ছে।
তাই বক্তারা বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি উপজেলা গঠনের মাধ্যমে চার দশকের এই বৈষম্য দূর করার দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে এই কমিটি বড় ধরণের আন্দোলনের ঘোষণা দেবে বলেও জানানো হয়।
পরে এ বিষয়ে করনীয় নির্ধারণে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সবশেষে বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়নকে আহবায়ক করে বড়াইগ্রাম ও বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন নাগরিক কমিটির ৫১ সদস্যদের কমিটি গঠনের সিন্ধান্ত নেওয়া হয়।
একাত্তর/এসি