চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হলেও আরেকজনের খোঁজ মেলেনি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে এ ঘটনা ঘটে।
ওই শিশুদের আত্মীয় মজিবুর রহমান জানান, গোসল করতে নেমে নদীতে ডুবে যায় রেশমা (৭) ও মোসলেমা (১৪)। তার সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
‘পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে নদী থেকে রেশমার মরদেহ উদ্ধার করে। রেশমা সোনা পট্রি গ্রামের রেহসান আলীর মেয়ে। তবে বেলা তিনটা পর্যন্তও সন্ধান মেলেনি কটা পাড়ার মো. গুমানির মেয়ে মোসলেমা খাতুনের।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মাহফুজুল হক জানান, নিখোঁজ মোসলেমার সন্ধানে রাজশাহীর ডুবুরি দল কাজ করছে।
একাত্তর/আরবি