সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

রাঙ্গাবালীতে যুবকের হঠাৎ মৃত্যুকে ঘিরে রহস্য

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৮:৫৯ পিএম

লিমন মণ্ডল রতন, বয়স ৩৭। ছোটবেলা থেকেই ওষুধের ফার্মেসিতে কাজ করতেন। স্বপ্ন ছিলো, একদিন নিজেরও একটি ফার্মেসি হবে। সেই স্বপ্ন পূরণের পথেই হাটছিল রতন। অবশেষে একটু একটু করে জোগাড় করা সঞ্চয়ের টাকা দিয়ে একটি দোকানও ভাড়া নেয়। 

দু’-একদিনের মধ্যে সেখানে ঔষধ উঠানোর কথা। কিন্তু রতনের সেই স্বপ্ন আর সত্যি হবে না। নিভে গেছে তার জীবন প্রদীপ। 

শুক্রবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের হিন্দু গ্রামে অবস্থিত শ্বশুর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কেন কি কারণে তার মৃত্যু- এনিয়ে এলাকায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে। 

রতনের পরিবারের দাবি- তার মৃত্যু স্বাভাবিক নয়। সে স্ত্রীর পরকীয়ার বলি হয়েছে। আর রতনের শ্বশুর বাড়ির লোকজনের দাবি- দাঁতে ব্যথার যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রতন। দুই পরিবারের এই দুই বক্তব্য নিয়ে তদন্ত করছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, পরকীয়ার বিষয়টি তারাও শুনেছে। কিন্তু মৃত্যু কিভাবে হয়েছে- এটি তারা এখনও নিশ্চিত নয়। তাই সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।  

জানা গেছে, রতন গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন মণ্ডলের ছেলে। ৭ বছর আগে রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের হিন্দু গ্রামের বাসিন্দা যাদব সমাজপতির মেয়ে তৃপ্তি রানীকে বিয়ে করে তিনি। এই দম্পতির ঘরে অতুষী নামের চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে ফার্মেসিতে কাজ করার সুবাদে প্রথম পটুয়াখালী ৪ বছর এবং পরে বরিশালে ৩ বছর স্ত্রীকে নিয়ে বসবাস করেছিলেন রতন। পরে নিজেই ফার্মেসি দিতে দেড়-দুই মাস আগে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসেন। 

চরমোন্তাজের চরআন্ডা খেয়াঘাটে এজন্য একটি দোকান ভাড়া নেন। সেই দোকানে ঔষধ উঠানোর জন্য এবং লাইসেন্স করতে ভাই মিঠনকে নিয়ে বরিশাল যাওয়ার কথা ছিল।

চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড (দক্ষিণ চরমোন্তাজ) ইউপি সদস্য মোশাররফ মাতুব্বর বলেন, ফার্মেসির লাইসেন্স করতে বৃহস্পতিবার বিকেলে আমার কাছ থেকে পরিচয়পত্র এবং এর দুইদিন আগে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছিল রতন। সেই ছেলেটা কিভাবে মারা গেল বুঝতেছি না।

রতনের ভাই মিঠন মণ্ডল বলেন, এটা স্বাভাবিক মৃত্যু না। আমার ভাইর সাথে দুইদিন আগে কথা হয়েছে। তারা (রতনের শ্বশুর বাড়ির লোক ও স্ত্রী) বলতেছে- দাঁত ব্যথা করছে, গলায় রশি দিছে। একটা মানুষ এভাবে এমনেতে কিভাবে গলায় রশি দেয়? আমার কাছে সন্দেহ হয়-আমার বৌদির সাথে একজনের পরকীয়া সম্পর্ক আছে। আমার দাদা (ভাই) এটা একাধিকবার ধরছে। তিন-চারদিন আগে আমার সাথে যখন দাদার কথা হয়, তখন সে এই কথা বলছে। বিয়ের আগে বৌদির সাথে ওই ছেলের সম্পর্ক ছিলো। এখন আবার কথা হয়। বরিশালে গিয়ে ওই  ছেলে থাকেও। আমার দাদাকে ওই ছেলে কয়েকবার হুমকিও দিছে। আমি ছেলের পরিচয় জানি না।

এদিকে রতনের স্ত্রী তৃপ্তি রানী বলেন, দাঁতের যন্ত্রণায় শুক্রবার রাতে আমাকে বলছে গরম পানি করে খাওয়াতে, আমি খাওয়াইছি। দাঁত ফুলে উঠছে, এজন্য ঔষধ আনছে-খাইছে। ভাত খাইছে, খবর দেখছে। তারপর মেয়েকে নিয়ে একসাথে ঘুমাইছে। সকালে উঠে দেখি সে গলায় রশি দিছে।

আরও পড়ুন: নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে হামলায় মামলা, গ্রেপ্তার দুই

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, রতনের মৃত্যু কিভাবে হয়েছে- তা জানতে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে সব বেড়িয়ে আসবে। রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এখন অপমৃত্যু একটি মামলা হয়েছে। এনিয়ে তদন্ত হবে। তিনি আরও বলেন, ঘটনাটি ভোর ৫ টার। আমরা সাড়ে ৭টা-৮টার দিকে খবর পেয়েছি। আমরা গিয়ে ঘরের মেঝেতে লাশ পেয়েছি। আমাদের অনুসন্ধানে স্বামী-স্ত্রীর মধ্যে মান অভিমান থাকতে পারে বলে অফিসার শুনেছে। প্রাথমিকভাবে গলায় দাগের চিহ্ন পাওয়া গেছে।


একাত্তর/এসজে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজও উত্তাল পটুয়াখালী কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্রে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বেড়েছে দুই থেকে তিন ফুট।
ভাঙন-জলোচ্ছ্বাসে দিশেহারা পটুয়াখালীর রাঙ্গাবালীর নদীভাঙন কবলিত চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করা হয়েছে।
রাতে এক নারীকে হাত-পা বেঁধে টেনে হেঁচড়ে তুলে নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, কেঁদে কেঁদে ওই নারী চিৎকার করে বলছেন- ‘আমারে বাঁচা, বাঁচা আমারে, আমারে একটু বাঁচা।’
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় হঠাৎ করে ছেলেধরা আতঙ্ক জেঁকে বসেছে। গত তিন দিনে শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে পাঁচটি। তাদের মধ্যে উদ্ধার করা হয়েছে দুই জনকে। নিখোঁজ শিশুদের বেশির ভাগ মেয়ে। তাদের বয়স ১২ থেকে...
আমেরিকার প্রেসিডেন্ট ক্রেমলিনের ওপর অসন্তোষ প্রকাশ করার পর, ইউক্রেনজুড়ে সাত শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
নাহিদ ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ২০০ জন কৃষক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এটি কোনো সীমান্তরক্ষী বাহিনীর কাজ হতে পারে না, এটি সন্ত্রাসী আচরণ। 
শতাধিক দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের সময়সীমা আর পেছানো হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, ১ আগস্ট...
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত