সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

এখনও জনশূন্য রুমা ও থানচির বম পাড়া

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৯:২২ পিএম

যৌথবাহিনীর অভিযানের কারণে বান্দরবানের রুমা ও থানচির বম পাড়া এখনও জনশূন্য। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ব্যাংক ডাকাতির ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি। সেই সিসি ক্যামেরার ফুটেজে লুটের রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে। ছবি দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, আটক ১৮জন নারীসহ মোট ৫৬জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে বান্দরবানের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন।

থানচির ব্যাংকে ডাকাতির ক্লোজ সার্কিট ক্যামেরা ছবিতে দেখা যায়, কেএনএফ-এর প্রায় সব সদস্য মুখে খালি মেখে ব্যাংকে আক্রমণ করে। তাদের হাতে একনালা বন্দুক ও বেশ কটি আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র। ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের পাশাপাশি ব্যাংকে আসা দুজন নিরস্ত্র বিজিবি সদস্যকেও তারা জিম্মি করে। 

ব্যাংকগুলোর সিসিটিভি ক্যামেরার ফুটেজে এই চিত্র পাওয়া গেছে। সেখানে দেখা যায়, তাদের পরনে বিশেষ পোশাক। মুখে কালি মাখা। হাতে অস্ত্র। কারও কারও মাথায় টুপি। কাঁধে ব্যাগ। পায়ে বুট জুতা। ২ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে প্রথমে রুমার একটি ব্যাংকে হানা দেয় অস্ত্রধারীরা।

রুমায় হামলার পরদিন ৩ এপ্রিল থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে হানা দিয়ে অস্ত্রধারীরা। সিসিটিভি ফুটেজ থেকে নেয়া ছবিতে দেখা যায়, ডাকাতির সময় সিঁড়ি বেয়ে সশস্ত্র কেউ দোতলায় উঠছে। আর কেউ সতর্ক পাহারায় রয়েছে। আর কেউ কেউ ব্যাংকের ভেতরে কর্মকর্তাদের টেবিলের সামনে অবস্থান করছে। 

ব্যাংকের ভেতরে ঢুকে গ্রাহকদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে সন্ত্রাসীরা। পরে তাদের হাত ওপরে তুলে বসে পড়তে বলে। বাধ্য হয়ে সবাই তাদের আদেশ মানে। এর মাঝেই চলে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার কাজ। ব্যাংক কর্মকর্তাদের কাছে যেসব টাকা ছিল তার সবই নিয়ে নেয় অস্ত্রধারীরা। 

রুমায় রাতের আক্রমণের ছবিতে তাদের চেহারা স্পষ্ট না থাকলেও কর্মকান্ডগুলো পরিস্কার। ছবি বিশ্লেষন করে দুস্কৃতিকারিদের শনাক্ত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ধারণা, ব্যাংক লুটের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক সদস্য অংশ নিয়েছি। 

এদিকে গেল দুদিনের অভিযানে বান্দরবানের বম পাড়াগুলো প্রায় জনশূন্য। বম জাতি গোষ্ঠির নেতা লালজার বম জানান, শান্তির জন্য তাদের উদ্যোগ ভেস্তে দিয়েছে কেএনএফ এর উগ্র সদস্যরা। বান্দরবানের রাস্তায় চলছে সাঁজোয়া যানের টহল। এখন পর্যন্ত মামলা হয়েছে ১৮টি। 

কেএনএফ এর সন্ত্রাসী কর্মকান্ড দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যহত রাখার ঘোষনা দিয়েছে আইনশৃংখলা বাহিনী। কেএনএফ আলোচনায় আগ্রহী হলে সেটিও চলবে বলে জানিয়েছে প্রশাসন। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বিত অভিযান চলছে। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী। 

এআরএস
বান্দরবানের দুর্গম পাহাড় থেকে অপহৃত ২৫ রাবার শ্রমিক ছাড়া পেয়েছেন। স্বজনদের ভাষ্য, মুক্তিপণ দেওয়ার পর সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিয়েছে। তারা বর্তমানে ঈদগাও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
বান্দরবানে খাবারের খোঁজে লোকালয়ে আসা বন্য হাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। 
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, তাদের মধ্যে একজনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত