করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৮, রাজশাহীতে ১২, খুলনায় ৯, বরিশালে ২৩, ময়মনসিংহ ১২ জনের মৃত্যু হয়।
শনিবার (৭ আগস্ট) সকালে বিভিন্ন জেলার স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছেন একাত্তরের প্রতিনিধিরা।
বরিশাল সংবাদদাতা জানান, বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৮ জন। বাকিদের ছিলো উপসর্গ। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে বরিশালে ৩ জন, ভোলায় ৩ জন ও ঝালকাঠিতে ২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে ৯ জন মারা যান।
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালের মধ্যে দু’টিতে ৯ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ৪০ শতাংশ। গতকাল সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন পুরুষ ও চার জন নারী।
আরও পড়ুন: বিশ্বে ৯৫ হাজার করোনা রোগীর অবস্থা গুরুতর
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৯২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ শতাংশ।
একাত্তর/আরএ