সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

আমদানি কমলেও ভোমরা ও বেনাপোল বন্দরের কার্যক্রম স্বাভাবিক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম

ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের জেরে দুই দেশের স্থলবন্দর বন্ধ হয়ে যাবে এমন গুজব শোনা গেলেও বাস্তবে বন্দরগুলোতে এর কোনো প্রভাব পড়েনি। বুধবার সকাল থেকেই স্বাভাবিক রয়েছে ভোমরা ও বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ভারতের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কিছুটা কমেছে। 

ভোমরা স্থলবন্দরের আমদানিকারকরা জানান, আগে দৈনিক ৩০০-৩৫০ গাড়ি মালামাল আমদানি হতো। বর্তমানে ভারতের বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ২৫০-৩০০ গাড়ি মালামাল আমদানি হয়। এই আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে পাথর, শুকনা ঝাল, আদা, হলুদ, ফলসহ ২৫ ধরনের পণ্য। তবে বর্তমানে আলু আমদানি বন্ধ রয়েছে। এ ব্যাপারে কোনো রাজনৈতিক প্রভাব পড়েনি বলে জানান ব্যবসায়ীরা।

আমদানীকারক (সি এন্ড এফের) কবির হোসেন বলেন, বর্তমান বিশৃঙ্খলা পরিবেশের কারণে ভারতের সাথে ব্যাবসা বাণিজ্যে কোনো প্রভাবে পড়োনি। তবে মাঝেমধ্যে শোনা যাচ্ছে ভারত থেকে রপ্তানি কিছুটা কমতে পারে। যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত আসে তাহলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে।

ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ময়নুল ইসলাম জানান, চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত আমদানি পণ্যের পরিমাণ ছিলো সাত লাখ ৮৭ হাজার ৮৯৬ মেট্রিক টন, যার বাজার মূল্য তিন হাজার ১৭০ কোটি ৬২ লাখ টাকা। রাজস্ব আদায় হয়েছে পাঁচশ ১৯ কোটি ৭৮ লাখ টাকা। আর লক্ষ্যমাত্রা ছিলো চারশ পাঁচ কোটি ৩৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে একশ ১৪ কোটি ৪৫ লাখ টাকা বেশি আয় হয়েছে।

এদিকে বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, আমদানি-রপ্তানি কার্যক্রমের পাশাপাশি বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।

আরবিএস
ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) থেকে আগামী শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভারতীয় নাগরিককে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। শুক্রবার দিনগত মধ্যরা‌তে তা‌দের আটক করা হয়।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের সব স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের কাছ থেকে এক কোটি ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার নগদ অর্থ ও গাড়িসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফল রপ্তানি বাড়াতে কৃষকদের আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকার পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত