কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ থেকে মেছো বাঘের পাঁচটি শাবক উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে সাবরাং ইউপির ৪ নম্বর ওয়ার্ড মগপাড়া গ্রাম এগুলোকে উদ্ধার করা হয়।
টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ বলেন, সাবরাং মগপাড়া গ্রামের নজির মেম্বারের বসতবাড়িতে মেছো বাঘের পাঁচটি শাবক দেখা যায়। পরে বাড়ির মালিক বনকর্মীদের (উপকূলীয় বন বিভাগ) বিষয়টি জানান।
এসময় বনকর্মীরা বিষয়টি নিশ্চিত হয়ে উর্ধতন কর্মকর্তাদের জানান এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের শাবকগুলো উদ্ধার করে টেকনাফ উপকূলীয় রেঞ্জ অফিসে নিয়ে আসেন।
মেছো বাঘের শাবক পাঁচটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।