নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলাকালে যৌথবাহিনীর সাথে সন্ত্রাসীদের পাল্টাপাল্টি গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় কেউ হতাহত না হলেও স্থানীয় জনতার সহায়তায় ঘটনাস্থল থেকে নবীর হোসেন (৫০) ও ইমাম হোসেন (৪০) নামে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সোমবার রাত আড়াইাটর দিকে ওছাখালীর চর কৈলাশ গ্রামে কাইছার মিয়ার ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
এসময় আটকদের কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, একটি পিস্তল, গুলি, বোমাসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
হাতিয়া থানার ওসি আজমল হুদা জানান, সোমবার রাত আড়াইটার সময় নৌবাহিনী-কোস্টগার্ড ও পুলিশের যৌথবাহিনীর টিম অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে। ওছাখালীর চর কৈলাশ গ্রামে কাইছার মিয়ার ইটভাটার
কাছে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে বোমা ও গুলি করে। এসময় পুলিশ ও পাল্টা ২০ রাউন্ড গুলি করে এবং নৌবাহিনী চার রাউন্ড এসএমজির গুলি করে।
এসময় পরিস্থিতি বেগতিক দেখে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা দুই সন্ত্রাসীকে আটক করে। তাদের কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, একটি আমেরিকার তৈরি পিস্তল, আট রাউন্ড গুলি, ১২টি ককটেল ও তিনটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে আটকরা পুলিশি হেফাজতে রয়েছেন। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।