সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

দুবলার জেলেপল্লীতে জলদস্যু আতঙ্ক, এখনও ট্রলারসহ জিম্মি পাঁচ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১২ পিএম

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অপহৃত ১৫ জেলের মধ্যে দশজন মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেও এখনও জলদস্যুদের হাতে একটি ট্রলারসহ জিম্মি রয়েছেন পাঁচ জেলে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন তৎপরতা না থাকায় দুবলার জেলেপল্লীতে বিরাজ করছে হতাশা ও জলদস্যু আতঙ্ক।

দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত ২৬ জানুয়ারি রাতে মান্দারবাড়ীয়ার কাছে বঙ্গোপসাগর থেকে অপহৃত দুবলারচরের ১৫ জেলের দশ জেলে জনপ্রতি দুই লাখ আশি হাজার টাকা মুক্তিপণ দিয়ে ৩/৪ দিন আগে বাড়ি ফিরতে পারলেও এখনও জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন একটি ট্রলারসহ পাঁচ জেলে। জিম্মি জেলেরা হলেন- শাহজাহান, রিপন, সুজন বিশ্বাস, মতিয়ার। অপরজনের নাম জানা যায়নি। 

তিনি আরও বলেন, হতদরিদ্র জেলেরা জমি বন্ধক রেখে ও চড়া সুদে ঋণ নিয়ে জলদস্যুদের মুক্তিপণের টাকা পরিশোধ করতে বাধ্য হয়েছেন। টাকা জোগাড় করতে না পারায় জলদস্যুদের কবল থেকে ছাড়া পাচ্ছেন না পাঁচ জেলে। জিম্মি জেলেদের মুক্ত করার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোন তৎপরতা না থাকায় দুবলারচরের কয়েক হাজার শুটঁকিকরণ জেলের মাঝে দেখা দিয়েছে হতাশা ও আতঙ্ক। জেলেরা এখন সাগরে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছেন না। 

সাগরে ২/৩ টি জলদস্যু গ্রুপের আনাগোনা রয়েছে জানিয়ে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি আরও বলেন, দুবলারচরে কোস্ট গার্ড ও র‍্যাবের দুইটি ঘাটি নির্মাণ করা হলেও তাদের নেই সাগরে চলাচল উপযোগী দ্রুতগামী নৌযানসহ প্রয়োজনীয় জনবল ও সামগ্রী।

শ্যামনগরের বন্যতলা গ্রামের মৎস্যজীবী আবু তালেব হোসেন জানান, জনপ্রতি দুই লাখ আশি হাজার টাকা মুক্তিপণ দিয়ে তার ছেলে শাহ আলম ও তার ট্রলারের মাঝি আজহারুলকে জলদস্যুদের কবল থেকে তিনি মুক্ত করে এনেছেন। কয়েকটি ছাগল, একটি মোটর সাইকেল বিক্রি করে এবং চড়া সুদে ঋণ নিয়ে তিনি জলদস্যুদের মুক্তিপণের  টাকা জোগাড় করেছেন। 

আশাশুনি উপজেলার চাকলা গ্রামের জেলে জিম্মি শাহজাহানের স্ত্রী নাজমা বেগম মোবাইল ফোনে বলেন, তার স্বামীর মুক্তির জন্য দস্যুদের তিন লাখ টাকা দেওয়া হলেও এখনও তাকে ছেড়ে দেয়নি বলে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিন ফরাজী বলেন, জলদস্যুদের ভয়ে জেলেরা সাগরে যেতে সাহস পাচ্ছেন না। অচিরে পূর্বের মতো দস্যু দমন করতে না পারলে জেলেরা মাছ ধরা বন্ধ রেখে অন্য পেশায় যেতে বাধ্য হবেন বলে মোতাসিন ফরাজী জানান।

এদিকে, ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত  শরণখোলা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বঙ্গোপসাগরে জলদস্যুদের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে দস্যুদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, জেলে জিম্মির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি তবে ২৬ জানুয়ারি দুবলারচরে অস্ত্রসহ আটক তিন জলদস্যুর বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। 

আরবিএস
বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। আট ফিট লম্বা ও ১০ কেজি ওজনের অজগরটি উদ্ধারের পর বনে ছেড়ে দেওয়া হয়েছে। 
গত ২২ মার্চ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় এবং ওই আগুন নিয়ন্ত্রণের একদিনের মাথায় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ধানসাগর টহল ফাঁড়ির অধীন...
সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারা সবাই খুলনার কয়রার বাসিন্দা।
সুন্দরবনে ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় দুটি এক নলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত