রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। দৌলতদিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩৪ সিন্টিমিটার ওপর দিয়ে বইছে। অন্যদিকে পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে তা বিপদসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত পানি প্রবেশ করেছে হরিন বাড়িয়া, সাদার চর, কাওয়াজানি, রাখালগাছিসহ চরাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে।
পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর পাংশা উপজেলার সেনগ্রাম এলাকার পানি পরিমাপক মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় এই পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দৌলতদিয়া পয়েন্টের পরিমাপক সালমা খাতুন জানান, পদ্মা নদীর পানি এক সপ্তাহ যাবৎ বৃদ্ধি পাচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
আরও পড়ুন: আজ পবিত্র আশুরা
অন্যদিকে উজানের ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে নীলফামারীতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ডায়িলা পয়েন্টে পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপরে ছিলো। প্লাবিত হয়েছে উপজেলার ১৫টি চরগ্রাম।
একাত্তর/আরবিএস