জয়পুরহাটের খঞ্জনপুরে ট্রাক-ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (১৫ জুন) রাতে খঞ্জনপুর মিশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ খন্দকার ফরিদ হোসেন জানান, রোববার রাতে জয়পুরহাট শহর থেকে অটোরিকশায় পাঁচজন যাত্রী নিয়ে ভাদসার দূর্গাদহ বাজারে যাচ্ছিলেন ইদ্রিস আলী। পথে খঞ্জনপুর মিশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এরপর ট্রাক্টর এর সঙ্গে ধাক্কা লাগে ট্রাকটির।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ইদ্রিস আলী মারা যান। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।