লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (২৯ আগস্ট) সকালে ওই দুই যুবককে হত্যার পর তাদের লাশ ভারতে নিয়ে গেছে বিএসএফ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের লাশ ভারতে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: পদ্মায় ধরা পড়লো ১০ মন ওজনের শাপলা পাতা মাছ!
বুড়িমারী ক্যাম্পের দায়িত্বে থাকা বিজিবির সাথে কথা বলার চেষ্টা করা হলেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিহতদের একজনের নাম ইউনুস আলী। তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বুলবুল হোসেনের ছেলে। নিহত আরেক যুবক হলেন নীলফামারীর সাগর মিয়া।
একাত্তর/আরবিএস