কুমিল্লায় একটি নকল চিপসের কারখানার খোঁজ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। এসময় ওই কারখানায় এক লাখ টাকা জরিমানা এবং নকল চিপসের পাঁচটি রিল জব্দের পর পুড়িয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা সদরের আড়াইওড়া এলাকায় মেসার্স রবি ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
তিনি বলেন, প্রতিষ্ঠান বিএসটিআই থেকে তিনটি পণ্যের লাইসেন্স নিয়ে প্রসিদ্ধ ব্রান্ডের আরও আটটি নকল পণ্য মোড়কজাত করে বিক্রিকরে আসছিল।
নকল মোড়কজাত পণ্যের মধ্যে ছিল- বম্বের সুইটসের রিং চিপস, পটেটো চিপস ও লেইজার চিপস। একই সঙ্গে তারা প্রাণ কোম্পানির জিরোস চিপসের আদলে জোরস চিপস নাম দিয়ে প্রতারণা করে আসছিল। এ জন্য প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া চিপস ও ফুড আইটেমে ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতিও পাওয়া গেছে।
অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান, জেলা স্যানেটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেনসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।