সেকশন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
 

ঝড়ের রাতে দাদী-নাতিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ মে ২০২৪, ১১:২০ এএম

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের মধ্যেই গভীর রাতে ঘরে ঢুকে দাদি, নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার দিনগত রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারী হামিদুনেছা (৭০) সিরাজ বকাউলের স্ত্রী এবং নিহত আরাফাত (১২) প্রবাসী ইউসুফের ছেলে। তারা সম্পর্কে দাদী-নাতি।

আহত হালিমা (১৫) নিহত আরাফাতের বোন। তিনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আরাফাত শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং হালিমা একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং নিহত হামিদা বেগম হলেন ইউসুফের মা।

হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখেছে পিবিআইয়ের তদন্ত টিম।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, তিনিও ঘটনাস্থল ঘুরে দেখেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

রোববার সন্ধ্যায় ১২০ কিলোমিটার বেগে সুন্দরবন দিয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। রিমালের তাণ্ডবে দুই নারীসহ সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে।

ঝড়ের প্রভাবে প্রভাবে ঢাকাসহ সারাদেশে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। উপকূলীয় এলাকা থেকে ধীরে ধীরে তা সিলেট হয়ে ভারতের আসামের দিকে চলে যাচ্ছে।

আর এর প্রভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়বিদরা।

একাত্তর/আরএ
পিরোজপুরে এক নারী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও এক নারীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের...
চাঁদপুরে শৌচাগারের জানালা ভেঙে ঘরে ঢুকে ৬৫ বছরের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত। পরে তার মরেদেহ রান্নাঘরের পাশে পাতার স্তূপে লুকিয়ে রেখে পালিয়ে গেছে। শুরুতে ডাকাতি বলে এই হত্যা ধারণা করা...
শরীয়তপুরের নড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী (৫৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 
মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে চাচার বিরুদ্ধে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই দুই তরুণী মা। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  
ইরান থেকে আরও ১০ লক্ষ মানুষকে আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে সতর্ক করেছে রেডক্রস। আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি জানিয়েছে, তেহরান আরও ১০ লক্ষ আফগানকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিন গড়িমসি করায়, কিয়েভকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপর, মঙ্গলবার ক্রেমলিন...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হলো। একই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৫ জন। এ বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে...
আবারও ঝুলে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি। ইসরাইলের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, ইসরাইল ও হামাসের মধ্যে কাতারে চলমান গাজা যুদ্ধবিরতি আলোচনায় যে ব্যবধান রয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত