ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের মধ্যেই গভীর রাতে ঘরে ঢুকে দাদি, নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার দিনগত রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারী হামিদুনেছা (৭০) সিরাজ বকাউলের স্ত্রী এবং নিহত আরাফাত (১২) প্রবাসী ইউসুফের ছেলে। তারা সম্পর্কে দাদী-নাতি।
আহত হালিমা (১৫) নিহত আরাফাতের বোন। তিনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আরাফাত শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং হালিমা একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং নিহত হামিদা বেগম হলেন ইউসুফের মা।
হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখেছে পিবিআইয়ের তদন্ত টিম।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, তিনিও ঘটনাস্থল ঘুরে দেখেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
রোববার সন্ধ্যায় ১২০ কিলোমিটার বেগে সুন্দরবন দিয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। রিমালের তাণ্ডবে দুই নারীসহ সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে।
ঝড়ের প্রভাবে প্রভাবে ঢাকাসহ সারাদেশে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। উপকূলীয় এলাকা থেকে ধীরে ধীরে তা সিলেট হয়ে ভারতের আসামের দিকে চলে যাচ্ছে।
আর এর প্রভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়বিদরা।