সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, শিক্ষক আটক

আপডেট : ১৩ মে ২০২৫, ০৯:১৬ পিএম

লক্ষ্মীপুরে একটি মাদ্রাসা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, এক শিক্ষকের পিটুনিতে মারা গেছে শিশুটি। অভিযুক্ত ওই শিক্ষককে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌর শহরের তেমুহনী এলাকার আল-মুঈন ইসলামি একাডেমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশুটির নাম সানিম হোসাইন (১২)। মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সানিম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা গ্রামের মুদি ব্যবসায়ী হুমায়ুন মাতব্বরের ছেলে। 

আটক শিক্ষকের নাম মাহমুদুর রহমান বলে জানা গেছে।

শিশুটির পরিবার জানায়, কয়েক দিন আগে মাদ্রাসা থেকে জানানো হয়, সানিম শিক্ষক মাহমুদুর রহমানের কথা শোনে না এবং তার নামে বদনাম করে। বিষয়টি নিয়ে শিক্ষক রেগে ছিলেন। ঘটনার দিন সকালে ওই শিক্ষক তাকে মারধর করেন। 

তারা জানান, মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়- দুপুরের খাবারের পর সে টয়লেটে ঢুকে আত্মহত্যা করেছে। 

কিন্তু তাদের ভাষ্য, সানিমের মরদেহ টয়লেটে নয়, তারা মাদ্রাসার নিচতলার একটি কক্ষে বিছানায় পেয়েছেন। এটি পরিকল্পিত হত্যা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, আত্মহত্যার খবরে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালচে দাগ রয়েছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে, প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুর জেলা জজ আদালতে জামিন সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করে আইনজীবী ও আদালত কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় একজন আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে দাবি করা যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও ননদের বিরুদ্ধে এক গৃহবধূর মাথার চুল কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি গলায় ছুরিকাঘাতসহ শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন ভুক্তভোগী।
লক্ষ্মীপুর সদর উপজেলায় আলাদা স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ও চররুহিতা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি। 
সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনকভাবে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত