সেকশন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
 

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, শিক্ষক আটক

আপডেট : ১৩ মে ২০২৫, ০৯:১৬ পিএম

লক্ষ্মীপুরে একটি মাদ্রাসা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, এক শিক্ষকের পিটুনিতে মারা গেছে শিশুটি। অভিযুক্ত ওই শিক্ষককে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌর শহরের তেমুহনী এলাকার আল-মুঈন ইসলামি একাডেমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশুটির নাম সানিম হোসাইন (১২)। মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সানিম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা গ্রামের মুদি ব্যবসায়ী হুমায়ুন মাতব্বরের ছেলে। 

আটক শিক্ষকের নাম মাহমুদুর রহমান বলে জানা গেছে।

শিশুটির পরিবার জানায়, কয়েক দিন আগে মাদ্রাসা থেকে জানানো হয়, সানিম শিক্ষক মাহমুদুর রহমানের কথা শোনে না এবং তার নামে বদনাম করে। বিষয়টি নিয়ে শিক্ষক রেগে ছিলেন। ঘটনার দিন সকালে ওই শিক্ষক তাকে মারধর করেন। 

তারা জানান, মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়- দুপুরের খাবারের পর সে টয়লেটে ঢুকে আত্মহত্যা করেছে। 

কিন্তু তাদের ভাষ্য, সানিমের মরদেহ টয়লেটে নয়, তারা মাদ্রাসার নিচতলার একটি কক্ষে বিছানায় পেয়েছেন। এটি পরিকল্পিত হত্যা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, আত্মহত্যার খবরে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালচে দাগ রয়েছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে, প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

একাত্তর/এসি
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মা-মেয়েসহ তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার ছয় জনকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত। এনিয়ে এই মামলায় কারাগারে মোট আট জন। 
ব্রাহ্মণবাড়িয়ায় একটি মসজিদের দোতলা থেকে নিখোঁজ এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিনকে থানায় নিয়ে গেছে পুলিশ। 
কুমিল্লায় এক পরিবারে দুই নারীসহ তিন জনকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখনও মামলা হয়নি। পাশাপাশি নির্মম ওই হত্যায় একদল মানুষ অংশ নিলেও এখন পর্যন্ত আটক হয়নি কেউই।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পেছনে মূল কারণ শাহ পরান এবং তার বড় ভাই ফজর আলীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হলো। একই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৫ জন। এ বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে...
আবারও ঝুলে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি। ইসরাইলের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, ইসরাইল ও হামাসের মধ্যে কাতারে চলমান গাজা যুদ্ধবিরতি আলোচনায় যে ব্যবধান রয়েছে...
সুনামগঞ্জে ইউসুফ আলীর বাড়িতে প্রায় চার বছর ধরে ভাড়ায় বসবাস করছেন চানাচুর বিক্রেতা ইমন বর্মণ ও তার পরিবার। জুন মাসের বাড়ি ভাড়া দিতে তিন দিন দেরি হওয়ায় ইউসুফ আলী ইমনের ঘরে তালা মেরে দিয়ে সটকে পড়েন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আগ্রাসনবিরোধী মত ও বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে। এই চেতনা নিয়েই এনসিপি এখন রাজনীতি করছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত