সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ এএম

নরসিংদীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, ইন্টারনেটের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটেছে।

রোববার রাত ১০টার দিকে নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আল-আমিন (৩২)। তিনি ওই এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার কাউসারের সঙ্গে ইন্টারনেট ব্যবসা নিয়ে আল-আমিনের বিরোধ চলছিল। এর জেরে তাকে হত্যা করা হয়েছে। 

তারা জানান, বানিয়াছল বিলপাড় এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে ছিল কাউসারের সহযোগীরা। তারা দেশীয় অস্ত্র দিয়ে আল-আমিনকে কুপিয়ে আহত করে। এসময় আল-আমীন দৌড়ে এক বাড়িতে আশ্রয় নিলে ওই বাড়িতে ঢুকেও তাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুঁইয়া বলেন, তদন্ত করে সব বলা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
নরসিংদীতে ইউনিয়ন পরিষদের এক সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, পাঁচ আগস্টের পর এলাকাছাড়া ছিলেন, প্রবাস ফেরত ভাইতে দেখতে এসে প্রাণ হারালেন।
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলার চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে কাভার্ড ভ্যানের এক চালক নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকায় এই ঘটনা ঘটে।
নরসিংদীর বড় বাজারে একটি টেইলার্সে আগুনের ঘটনা ঘটেছে। এতে ব্যবসা প্রতিষ্ঠানটির কাপড়সহ প্রায় সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে এতে...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত