নরসিংদীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, ইন্টারনেটের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটেছে।
রোববার রাত ১০টার দিকে নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আল-আমিন (৩২)। তিনি ওই এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার কাউসারের সঙ্গে ইন্টারনেট ব্যবসা নিয়ে আল-আমিনের বিরোধ চলছিল। এর জেরে তাকে হত্যা করা হয়েছে।
তারা জানান, বানিয়াছল বিলপাড় এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে ছিল কাউসারের সহযোগীরা। তারা দেশীয় অস্ত্র দিয়ে আল-আমিনকে কুপিয়ে আহত করে। এসময় আল-আমীন দৌড়ে এক বাড়িতে আশ্রয় নিলে ওই বাড়িতে ঢুকেও তাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুঁইয়া বলেন, তদন্ত করে সব বলা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।